প্রথম স্বামীকে ছেড়ে দ্বিতীয় বিয়ের ৩ মাসের মধ্যেই ২য় স্বামীর হাতে খুন হয়েছে গৃহবধু ২ সন্তানের জননী রেবেকা খাতুন (৪২)। জানা যায়,উলাপাড়া উপজেলার চাকসা গ্রামের রেবেকা খাতুনের ২২ বছর আগে একই উপজেলার বাঘলপুর গ্রামের সোমসের আলীর পুত্র আব্দুল কাদের সাথে বিবাহ হয়। এই ঘরে তার ২ টি সন্তান রয়েছে। এর মধ্যেই একই গ্রামের বিদেশ ফেরত মোস্তহাবের সঙ্গে রেবেকা পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। তিন মাস আগে প্রথম স্বামীকে তালাক দিয়ে রেবেকা মোস্তহাবকে বিয়ে করে। গত ঈদের ৩ দিন পর গার্মেন্টেসে চাকুরী করার কথা বলে রেবেকা কে নিয়ে মোস্তহাব ঢাকায় চলে যায়। মঙ্গলবার রাতে মোস্তহাব রেবেকাকে শ্বাসরোধ করে হত্যা করে বুধবার নিজ গ্রাম বাঘলপুর নিয়ে এসে গোপনে দাফন করার সময় গ্রামবাসীর সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। বৃহস্পতিবার সকালে পুলিশ রেবেকার লাশ বাঘলপুর গ্রাম থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার পর থেকেই ঘাতক স্বামী ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। এ ব্যাপারে বথা হলে উলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ নজরুল ইসলাম জানান খবর পেয়ে নিহতের লাশ উদ্বার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে উলাপাড়া থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সুজন সরকার/সিরাজগঞ্জ