তাড়াশে চাঞ্চল্যকর সাবিনা হত্যা মামলার প্রধান আসামী ঘাতক স্বামী মতিউর রহমান মতিনকে (২৫) তাড়াশ থানা পুলিশ গত মঙ্গল বার রাতে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানাগেছে, তাড়াশ উপজেলার ভায়াট গ্রামের বাহের আলীর পুত্র মতিউর রহমান বাড়ি থেকে রাগ করে মানিকগঞ্জ জেলার ঘিওড় উপজেলার তেরদোলা হেলাচিনা গ্রামে এক বাড়িতে কৃষি কাজে নিয়োজিত হয়। ওই গ্রামের আব্দুল কাদের মেয়ে সাবিনার (২২) সঙ্গে তার পরিচয় হয় এবং মোবাইল ফোনের মাধ্যমে দু’জনের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। এক পর্যায়ে সাবিনাকে বাড়ি থেকে বের করে মতিউর বিয়ে করে। প্রথম বিয়ের স্ত্রীকে তার পিতা মেনে না নেওয়ায় কিছুদিনের মধ্যে মতিন আবার আরেকটি বিয়ে করে। গত বছর ২৮সেপ্টেম্বর সাবিনাকে ফুসলিয়ে মানিকগঞ্জ থেকে তার বাড়ি নিয়ে আসার কথা বলে রওনা হয়। ওই রাতেই সাবিনাকে তাড়াশ উপজেলার পূর্ব সীমান্তবর্তী দক্ষিন মথুরাপুর গ্রামের উত্তর মাঠে নিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার পর লাশ ধান ক্ষেতের মধ্যে ফেলে রেখে মতিউর সহ তার সহযোগিরা পালিয়ে যায়।

তাড়াশ থানা পুলিশ খবর পেয়ে গত ২৯সেপ্টেম্বর লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে এবং অজ্ঞাত হিসেবে সিরাজগঞ্জে আঞ্জুমান মফিদুলে দাফন করা হয়। এ ঘটনায় মেয়ের ভাই আব্দুর রাজ্জাক বাদি হয়ে তাড়াশ থানায় ৫জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।

গত মঙ্গলবার রাতে তাড়াশ থানার এস আই জালাল উদ্দিন ও পি এস আই সাইফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মতিউরের শ্বশুর বাড়ি উপজেলার কালু পাড়া গ্রাম থেকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সুজন সরকার/সিরাজগঞ্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here