ফরহাদ খাদেম, ইবি সংবাদদাতা ::
দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন পদের নিয়োগ চূড়ান্ত হওয়ার কথা ২৬৩তম সিন্ডিকেট সভায়। রোববার (১৯ মে) বিকাল সাড়ে ৪টায় উপাচার্যের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হবে।  
কিন্তু বর্তমান প্রশাসনের বিরুদ্ধে ওঠা নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ নিষ্পত্তি করে তবেই প্রশাসনকে স্বচ্ছতার ভিত্তিতে নতুন নিয়োগের দিকে অগ্রসর হওয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সংগঠন ‘শাপলা ফোরাম’।
রোববার দুপুরে সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রবিউল হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে নেতৃনৃন্দরা বলেন, সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী দীর্ঘদিন ঝুলে থাকা বিভিন্ন পদের নিয়োগ অদ্যকার সিন্ডিকেট সভায় চূড়ান্ত করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে বর্তমান প্রশাসনের বিরুদ্ধে নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি-অনিয়মের দীর্ঘ অভিযোগ রয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব নিয়ে দীর্ঘদিন ধরে খবর প্রকাশিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকসমাজ বর্তমান প্রশাসনের নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে সর্বদা সোচ্চার রয়েছে। তাঁরা মনে করেন, বর্তমান প্রশাসনের বিরুদ্ধে ওঠা নানাবিধ দুর্নীতি- অনিয়মের অভিযোগ নিষ্পত্তি করে স্বচ্ছতার ভিত্তিতে নতুন নিয়োগে অগ্রসর হওয়া উচিত। যার সূচনা হতে পারে ‘বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক’ পদে নিয়োগের মধ্য দিয়ে।
উল্লেখ্য- বিশ্ববিদ্যালয়ের ২৬৩তম সিন্ডিকেট সভা আজ বিকেল সাড়ে ৪টায় উপচার্যের বাসভবনে অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন পদে ১৩ জনের নিয়োগ চূড়ান্ত হবে বলে জানান এক সিন্ডিকেট সদস্য। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ৫৩৭ কোটি টাকার মেগাপ্রকল্পে সোয়া ৬ কোটি টাকা অনিয়মের অভিযোগের তদন্ত প্রতিবেদন খোলা হবে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here