সিনিয়র সচিব হিসেবে আটজনকে পদোন্নতি দেয়া হয়েছে। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা বর্তমানে জনপ্রশান মন্ত্রণালয়ের সচিবসহ সমমানের পদমর্যদায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত রয়েছেন।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে প্রশাসনের উচ্চ পর্যায়ের আট কর্মকর্তাকে এ পদোন্নতি দেয়া হয়।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- অর্থবিভাগের সচিব ড. মোহাম্মদ তারেক, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব শেখ আলতাফ আলী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব আব্দুস সোবহান সিকদার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবির, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল মকবুল, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ইকবাল মাহমুদ এবং কৃষি মন্ত্রণালয়ের সচিব সি কিউ কে মোস্তাক আহমেদ।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here