নারায়ণগঞ্জ প্রতিনিধি:: নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার (১২জানুয়ারি) দুপুরে মহানগরের সিদ্ধিরগঞ্জস্থ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে নয়াআটি মুক্তিনগর এলাকাবাসী মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে এ মানব বন্ধন কর্মসূচি পালন করে ।
এ মানববন্ধনে উক্ত এলাকার শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করে। মানববন্ধনে অংশগ্রহণকারী জুয়েল বলেন, দীর্ঘ দিন যাবৎ প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাদক ব্যবসা করে আসছে চিহ্নিত কয়েকজন মাদক ব্যবসায়ী। এরা স্থানীয় যুবক ও উঠতি বয়সি তরুণদেরকে মাদক সহ বিভিন্ন অপর্কমে লিপ্ত করে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, উপজেলার মুক্তিনগর এলাকায় তাহারুল, তুষার, হাবিব, রাকিব, আল আমিন মন্টু, রাজু ও সিহাব নামে মাদক ব্যবসায়ীরা প্রকাশ্য মাদক বিক্রয় করে আসছে।এদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মশিউর রহমান জানান, গত পরশুদিন ইভটিজিংকে কেন্দ্র করে একই এলাকার দু পক্ষের সংঘর্ষ হয়। এ ঘটনায় এক পক্ষ থানায় মামলা দায়ের করেছে।আরেক পক্ষ মানববন্ধন করেছে।মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা হলে আমরা ব্যবস্থা নিব।
উল্লেখ্য যে, গত ১০ জানুয়ারি মহানগরীর সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর এলাকায় ইভটিজিংকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১৪ জন আহত হয়।