নিউজিল্যান্ড সিরিজের পূর্বে অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথম দিনের অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্যাম্পের অনুশীলনে ছিলেন মুশফিকুর রহিমের নেতৃত্বে আগে যাওয়া বাংলাদেশ দলের একাংশ।
গতকাল রবিবার সিডনির ব্ল্যাকটাউন ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্কে তারা অনুশীলন করে। নেটে বল করতে দেখা যায় ইনজুরির ধকল সামলে উঠতে যাওয়া কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে। তাইজুলও নেটে বোলিং করেছেন মুশফিকের বিপক্ষে। এছাড়া ফুটবল খেলে তারা নিজেদের গা গরম করেছেন।
ক্যাম্পের জন্য ২২ সদস্যের দল ঘোষণা করা হলেও বিপিএল ফাইনালের কারণে সবাই একসাথে যায়নি। আরেক অংশ রওনা হয় শনিবার রাতে। গতকাল রাতে সাকিব আল হাসান রওনা দিয়েছেন একদিনের ছুটি কাটিয়ে। ভিসা পেতে বিলম্ব হওয়ায় আজ যাওয়ার কথা পেসার রুবেল হোসেন ও মেহেদী মারুফের।