ডেস্ক রিপোর্ট:: সিগারেট কোম্পানিগুলোর প্রধান টার্গেট স্কুল-কলেজের শিক্ষার্থীরা বলে জানিয়েছেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। এর বড় কারণ হলো, ২০ বছর বয়সী শিক্ষার্থীদের ধূমপায়ী করতে পারলে জীবনের বাকি ৪০-৫০ বছর সিগারেট বিক্রি করতে পারবেন।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বরিশাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে শতভাগ ধূমপানমুক্ত হসপিটালিটি গঠনের লক্ষে হোটেল রেস্তোরাঁ মালিকদের ভূমিকা শীর্ষক আলোচনা এসব কথা বলেন তিনি।
আমিন উল আহসান বলেন, এসব পণ্য মৃত্যু ঘটালেও বিক্রেতারা বিভিন্ন সংগঠনের আড়ালে ব্যবসার প্রসার ঘটাতে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফলে আজকে দেশের ৩ কোটি ৭৮ লাখ মানুষ নিয়মিত তামাকজাত দ্রব্য ব্যবহার ও ধূমপান করেন। এসব ধূমপায়ীদের কারণে ৩ কোটি ৮৪ লাখ মানুষ পরোক্ষ ধূমপানের শিকার হন। এর মধ্যে ৫০ ভাগ মানুষ শুধুমাত্র রেস্তোরাঁগুলো থেকে পরোক্ষ ধূমপানের শিকার হয়ে থাকেন।
তামাকের কারণে বর্তমানে প্রতিদিন ৪৪২ জন মানুষ মারা যাচ্ছেন। ৩ লাখ ৮২ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করছেন। তারপরও দেশের ৩১ শতাংশ বন উজার করে তামাক চাষ করা হচ্ছে। তাই আমাদের সময় এসেছে সচেতন হওয়ার।
অ্যাডভান্সমেন্ট অব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং ঢাকা আহসানিয়া মিশন আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে আহসানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াস সেক্টরের পরিচালক ডা. ইকবাল মাসুদ উপস্থিত ছিলেন।