প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদাকে পুনঃনিয়োগ দিলে তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আজ এক আলোচনা সভায় তিনি বলেন, পত্রিকায় দেখলাম, সিইসি পুনঃনিয়োগ পেতে পারেন। এর চেয়ে দুভার্গ্যজনক আর কি হতে পারে। ওই ব্যক্তি সরকারের আজ্ঞাবহ ও নতজানু।

তাকেই যদি আবার নিয়োগ দেয়া হয়, তাহলে প্রেসিডেন্টকে দিয়ে সংলাপ নাটক করা হল কেন? তত্ত্ববধায়ক সরকারের দাবিকে ‘জাতীয় দাবি’ উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, প্রেসিডেন্টের সঙ্গে সংলাপে কয়েকটি দল ছাড়া সবাই তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের পক্ষে মত দিয়েছে।এই দাবিকে উপেক্ষা করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করলে দেশে গণঅভ্যুত্থান সৃষ্টি হবে।

পেশাজীবী পরিষদের সভাপতি মাহমুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুব উল্লাহ, অর্থনীতিবিদ আবু আহমেদ, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক সদরুল আমিন, ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি শাহ মোহাম্মদ ফারুক ,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক মুস্তাহিদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here