সিংড়া : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে নাটোরের সিংড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১৪দল।
শুক্রবার বিকেল ৫টায় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য স্থানীয় সংসদ সদস্য আলহাহাজ্ব অ্যাডভোকেট জুনাইদ আহ্মেদ পলকের নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নাটোর বগুড়া মহাসড়কের সিংড়া বাসস্ট্যান্ডে সমাবেশ করে।
সিংড়া উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. শেখ মোঃ অহিদুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ওয়াকার্স পার্টির সাধারণ সমপাদক ও উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, জেলা আ’লীগ নেতা শামসুল ইসলাম, পৌর আ’লীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, থানা আ’লীগের যুগ্ম সাধারণ সমপাদক আরিফুল ইসলাম, মিনহাজ উদ্দিন, পৌর আ’লীগের সাধারণ সমপাদক জান্নাতুল ফেরদৌস, উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সমপাদক কামরুল হাসানসহ ১৪দলের নেতৃবৃন্দ
প্রধান অতিথীর বক্তব্যে এমপি পলক বলেন বর্তমান আ’লীগ সরকার সহিংসতা ও সন্ত্রাসের রাজনীতি করে না। আমরা বিগত ৫ বছর উন্নয়ন ও অগ্রগতির রাজনীতি করেছি।
তিনি বিক্ষোভ সমাবেশে বিরোধী দলের সমালোচনা করে পুনরায় নৌকা প্রতীকে ভোট চেয়ে তাঁকে নির্বাচিত করার আবেদন করেন।
শামছুজ্জোহা সুমন/