নাটোরের সিংড়ায় উপজেলা জাতীয়তাবাদী মৎসজীবী দলের সভাপতি মোঃ আব্দুল কুদ্দুসের পায়ের রগ কেটে দেয়ার পর এবারে তারই আপন ভাগনে আজাদুল ইসলামের হাত-পা কুপিয়েছে সুকাশ ইউনিয়নের প্রতিপক্ষ মোঃ আফজাল হোসেনের লোকজন।
স্থানীয়রা জানায় সকালে সুকাশের তেঘোরিয়া গ্রামে নিজ জমি চাষ করতে গেলে আফজালের কর্মী বাহিনী বাপ্পী ও হ্যাপী সহ ববেশ কয়েকজন লোক হঠাৎ করে ধারালো অস্ত্র নিয়ে আজাদুলের ওপর হামলা চালিয়ে তার হাত ও পা সহ সার শরীর কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে মারাত্মক আহত অবস্থায় আজাদুলকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আজাদুল স্থানীয় সাহাদৎ হোসেনের ছেলে।
এর আগে শুক্রবার সন্ধ্যায় সুকাশের বামিহাল বাজার দিয়ে যাওয়ার সময় মৎসজীবী দলের নেতা মোঃ আব্দুল কুদ্দুসকে মোটর সাইকেলের গতি রোধ করে করে যবলীগ নেতা মোঃ আফজাল ও যুবলীগ কর্মী বাপ্পী ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী ভাবে কোপ দেয় এবং কুদ্দুসের পায়ের রগ কেটে দেয়। কুদ্দুস এখন ঢাকায় পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আকতার হোসেন অপূর্ব/নাটোর