রাজু দে(স্টাফ রিপোর্টার)নাটোর প্রতিনিধি ::
নাটোরের সিংড়ার ডাহিয়া ইউনিয়নের আয়েশ বছিরুল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুল ইসলামের অনিয়ম দুর্নীতি ও একক ক্ষমতার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে প্রতিষ্ঠানের অভিভাবক সহ স্থানীয় জনসাধারণ।
সমাবেশে বক্তব্য দেন, প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য আছালত মোল্লা, আলা উদ্দিন আকন্দ, শেখ বাহা উদ্দিন, দেলমামুদ মোল্লা, রেজাউল করিম, আয়েশ জামে মসজিদের সাধারন সম্পাদক আকরাম হোসেন, শাহ আলম ফকির, ডাহিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক জুলহাজ কায়েম, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফ মাহমুদ,৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহ আলম, ডাহিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাশিদুল ইসলাম প্রমূখ।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত অধ্যক্ষ মাওলানা শামসুল ইসলাম নিজের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, অফিসের কাজে আজ মাদ্রাসায় যেতে পারি নাই। সাবেক চেয়ারম্যান এম এম আবুল কালামকে সভাপতি করে প্রতিমন্ত্রীর ডিও নিয়ে যে কমিটি অনুমোদন হয়েছে তা বৈধ নয়। এ জন্য বৈধ পন্থায় প্রতিমন্ত্রীর ডিও নিয়ে বর্তমান চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুনকে সভাপতি করে নতুন কমিটির তালিকা পাঠানো হয়েছে।