Sahanur Haq
অপেক্ষা
সাহানুর হক

আষাঢ় এসেছে বর্ষা তুমি জেগে ওঠো

ঘুমিয়ে পড়ুক, ক্লান্ত তোমার ভাইবোনেরা
আকাশ পথে মেঘের খেয়ায় বসে
রোদে ফাটা মাটির উপর মেঘ হয়ে এসো
নিয়ে এসো তৃষ্ণার্ত নদীর খাবার টুকু
ব্যাগ বোঝাই করে নিও গুরুম গুরুম শব্দ
তাতে মেখে নিও প্রেমিক জুটির চুমু এফেক্ট
এসো শিল্পীর তুলির নতুন নকশায়
কবির কবিতায় প্রেমের এবিসিডি হয়ে
এসো আমার ছন্দহীন স্পন্দনে
রোমান্টিক গানের সুর হয়ে
শুধু ভিজিয়ে দিও,ভাসিয়ে যেও না !
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here