ডেস্ক রিপোর্ট::  এক রহস্যময়ীকে জড়িয়ে সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করেছেন বলিউড ভাইজান খ্যাত সালমান খান। সালমানের মুখ দেখা গেলেও, রহস্যময়ীর মুখ লুকানো। আর জামার পেছনে রয়েছে একটি তারিখ। এরপরই এ মাধ্যমে ছবি নিয়ে শুরু হয় তোলপাড়। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ছবিটি।

ছবিতে তারিখ লেখা, ২৭/১২, অর্থাৎ ২৭ ডিসেম্বর, সালমান খানের জন্মদিন। আর ক্যাপশনে লেখা, ‘আমার হৃদয়ের একটি ছোট্ট টুকরো কাল শেয়ার করছি’।

পোস্ট করে লিখেছেন, ‘তোমাকে সবসময়ই পাশে পেয়েছি।’ আর এরপরই রহস্য আরও ঘনীভূত হয়েছে।

গায়ক আবদু রোজিকও পোস্টটিতে মন্তব্য করেন। যদিও কিছু অনুরাগী ভেবেছিলেন এটি ক্যাটরিনা বা অন্য রহস্যময়ী নারী।

অনেকে ভেবেছিলেন, এটি অভিনেতার ভাগ্নী আলিজেহ অগ্নিহোত্রী ছাড়া অন্য কেউ নয়। আলিজেহ সালমানের বোন আলিভিরা এবং অতুল অগ্নিহোত্রীর মেয়ে।

সালমানের প্রযোজনায় বলিউডে ডেবিউ হতে যাচ্ছে আলভিরার। ছবিটি পরিচালনা করেছেন জামতারা খ্যাত সৌমেন্দ্র পাধি।

সামনে যশ রাজ ফিল্মসের টাইগার ৩-এ দেখা যাবে সালমান খান। সহ-অভিনেতা ক্যাটরিনা কাইফ এবং ইমরান হাশমিও থাকবেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। স্পাই অ্যাকশন চরিত্রে শাহরুখ খানেরও একটি বিশেষ উপস্থিতি রয়েছে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here