ফরিদপুরের সালথায় প্রটোজোয়া রোগে আক্রান্ত হয়ে অর্ধশতাধিক গরুর মৃত্য হয়েছে। দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। এতে গবাদি পশু পালনকারীরা আতংকগ্রস্থ হয়ে পড়ছে। গ্রাম্য পশু চিকিৎসক শহর আলি জানান, গবাদি পশু পালনকারীদের অসচেতনতায় নিয়মিত কৃমিনাশক ঔষধ সেবন না করানোয় অপুষ্টি জনিত কারনে প্রটোজোয়া রোগে আক্রান্ত হয়ে গরু মারা যাচ্ছে। উপজেলার নকুল হাটি, কাকিলা খোলা, বিভাগদি, ভোটর কান্দা, রামকান্তপুর, নিধিপট্টি, দরজা ও সিংহপ্রতাপ গ্রামের অর্ধশতাধিক গরুর মৃত্যু হয়েছে। তিনি জানান, নিয়মিত কৃমিনাশক ঔষধ সেবনে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। অন্যদিকে একই এলাকায়  সংক্রামক পিপিআর রোগে অর্ধশতাধিক ছাগল মারা গেছে। সালথা উপজেলা ভারপ্রাপ্ত প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সনজিৎ কুমার বিশ্বাস গবাদী পশু মৃত্যুর সত্যতা স্বীকার করে বলেন শীঘ্রই কার্যকরি ব্যবস্থা নেয়া হবে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/বিভাস দত্ত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here