বাংলাদেশে নতুন নির্বাচন কমিশন গঠনের জন্যে রাষ্ট্রপতি যে অনুসন্ধান বা সার্চ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধান বিরোধী দল বিএনপি তা প্রত্যাখ্যান করেছে৻
বিএনপি বলছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নিশ্চিত করার আগে নির্বাচন কমিশন গঠনের কোনো উদ্যোগ তাদের কাছে গ্রহণযোগ্য নয়৻
দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, রাষ্ট্রপতির এই প্রস্তাব আমরা মেনে নিচ্ছি না৻ তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের সিদ্ধান্তের আগে এ ধরনের কমিটি গঠন বিএনপি মেনে নেবে না৻
রাজনৈতিক দলগুলোর সাথে লাগাতর সংলাপ শেষে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান রোববার মন্ত্রিপরিষদের কাছে এই সার্চ কমিটি গঠনের প্রস্তাব পাঠিয়েছেন৻
উচ্চতর আদালতরে দুজন বিচারক এবং তিনটি সাংবিধানিক সংস্থার প্রধানকে নিয়ে এই কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে৻
বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সরকার অত্যন্ত চাতুর্যের সঙ্গে রাষ্ট্রপতির পদ ব্যবহার করে নির্বাচন কমিশন গঠনে কাজ করছে৻
মি. আলমগীর বলেন, ‘আমরা মনে করি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনই এখন জনগণের সামনে বড়ো ইস্যু৻ এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে নির্বাচন কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না এবং এর ফলে বর্তমান সঙ্কটও দূর হবে না৻‘
তিনি বলেন, ‘সরকার অযথা রাষ্ট্রপতিকে দিয়ে সংলাপের নাটক করিয়েছে এবং আমরা মনে করি রাষ্ট্রপতির পদকে এভাবে বিতর্কিত করা উচিত নয়৻ সরকারেরই উচিত এ বিষয়টি নিয়ে সংলাপের আয়োজন করা কারণ এই সমস্যার সমাধান সরকারকেই করতে হবে৻‘
নির্বাচন কমিশনের বর্তমান সব কমিশনারদের মেয়াদ ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে যাচ্ছে৻
তার আগে রাষ্ট্রপতি বিরোধী বিএনপিসহ ২৩টি রাজনৈতিক দলের কাছ থেকে মতামত নিয়েছেন৻
রাষ্ট্রপতির সাথে সংলাপের সময় বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশন পুনর্গঠনের আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের দাবী জানিয়েছে৻
বিশেষজ্ঞরা বলছেন, প্রজ্ঞাপন জারির মাধ্যমে সার্চ কমিটি গঠন করা হলে নতুন নির্বাচন কমিশন গঠন করতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না৻
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার