বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য পাঁচ সদস্যের একটি সার্চ কমিটি গঠনের প্রস্তাব পাঠিয়েছেন মন্ত্রিপরিষদে।
নির্বাচন কমিশন গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের পর রাষ্ট্রপতি এই প্রস্তাব পাঠালেন।
রাষ্ট্রপতির কার্যালয় থেকে জানানো হয়েছে, এই সার্চ কমিটি গঠনের জন্য প্রজ্ঞাপন জারি অথবা প্রয়োজনে আইন প্রণয়নের কথাও তুলে ধরা হয়েছে৻
নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সাথে যে সংলাপ করেছেন তার ভিত্তিতেই এই সার্চ কমিটি গঠনের প্রস্তাব তুলে ধরেছেন রাষ্ট্রপতি।
গত ২২শে ডিসেম্বর থেকে শুরু করে ১২ই জানুয়ারি পর্যন্ত বিএনপি এবং আওয়ামী লীগসহ ২৩টি রাজনৈতিক দলের সাথে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনের বিষয়ে সংলাপে অংশ নেন৻
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সফিউল আলম বলছিলেন, এই সংলাপের ভিত্তিতেই প্রজ্ঞাপন জারি অথবা আইন প্রণয়নের মাধ্যমে সার্চ কমিটি গঠনের প্রস্তাব করেছেন রাষ্ট্রপতি।
বর্তমান নির্বাচন কমিশনের সব কমিশনারদের মেয়াদ ফেব্রুয়ারি মাসের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে।
নতুন নির্বাচন কমিশন নিয়ে রাজনৈতিক বিতর্কের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসেন।
মি. আলম বলছিলেন, রাষ্ট্রপতি যে সার্চ কমিটি গঠনের প্রস্তাব করেছেন তাতে উচ্চতর আদালতের দু‘জন বিচারপতিসহ তিনটি সাংবিধানিক সংস্থার প্রধানকে রাখার জন্য মতামত দেয়া হয়েছে।
তিনি বলেন, ‘প্রধান বিচারপতি মনোনীত আপীল বিভাগের একজন বিচারপতি হবেন এই কমিটির আহ্বায়ক। এছাড়া দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান, প্রধান বিচারপতি মনোনীত হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি এবং মহা হিসাব নিরীক্ষক এই পাঁচজনকে নিয়ে অথবা যথোপযুক্ত ব্যক্তিকে নিয়ে সার্চ কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে।‘
এদিকে রাষ্ট্রপতির সাথে সংলাপ নির্বাচন কমিশন গঠনের বিষয়ে হলেও প্রধান বিরোধী দল বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবীও তুলে ধরে রাষ্ট্রপতির কাছে।
মি. আলম বলেন, এই প্রস্তাবে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে কিছু উল্লেখ নেই তবে পূর্ণাঙ্গ প্রতিবেদনে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টিও উল্লেখ করা হবে।
প্রজ্ঞাপন অথবা অধ্যাদেশ জারির মাধ্যমে সার্চ কমিটি গঠন করা হলে খুব অল্প সময়ের মধ্যেই তা করা সম্ভব বলে মনে করছেন মি. আলম।
এই কারণে খুব দ্রুতই এ সার্চ কমিটি গঠন করার সম্ভাবনা রয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার