নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটির সদস্যরা সোমবার বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠকে বসেছে। এই বৈঠকেই ১০ জনের নাম চূড়ান্ত করবেন। বৈঠক শেষে তারা সন্ধ্যা ৬ টায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন।
এসময় তারা রাষ্ট্রপতির কাছে নামের তালিকা হস্তান্তর করতে পারে। এর মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নামও নির্দিষ্ট করে প্রস্তাব করা হবে। বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর দেওয়া তালিকা থেকেও থাকতে পারে ১০ জনের তালিকায়। তবে সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে নামের তালিকা জমা দেওয়ার আগে তা গণমাধ্যমে প্রকাশ করবে না। রাষ্ট্রপতি সম্মতি দিলে পরে তা জানানো হতে পারে।
এর পরই রাষ্ট্রপতি মঙ্গলবার একজন প্রধান নির্বাচন কমিশনার ও চারজন কমিশনার নিয়োগ দেবেন। সেটির আদেশও মঙ্গলবার জারি হতে পারে। আগামী বৃহস্পতিবার নতুন কমিশনের শপথ হতে পারে এবং ওইদিনই প্রধান নির্বাচন কমিশনারসহ তিনজন কমিশনার যোগ দেবেন।