মালদ্বীপের আদ্দু সিটিতে অনুষ্ঠিত দক্ষিণ এশিয় আঞ্চলিক সহযোগীতা সংস্থা (সার্ক) এর ১৭তম শীর্ষ সম্মেলনের সমাপনী অধিবেশনে চারটি চুক্তি সই হয়েছে।

এগুলো হলো- সার্ক বীজ ভান্ডার গঠন, প্রাকৃতিক দুর্যোগে দ্রুত সহায়তা ও পণ্যের মান নিয়ন্ত্রণ বিষয়ে দুটি চুক্তি। সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা চুক্তিতে সই করেছেন।

মালদ্বীপের প্রেসিডেন্ট ও সার্কের নতুন সভাপতি মো. আল নাসিদের সভাপতিত্বে শুক্রবার আদ্দু সিটির ইকুইটেরিয়াল সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় এ অধিবেশন শুরু হয়।

এ ছাড়া সার্কভুক্ত দেশগুলোতে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো ও যোগাযোগ সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়কে অন্তর্ভুক্ত করে ঘোষিত হয়েছে ২০ দফা আদ্দু ঘোষণা। ইকুইটোরিয়াল কনভেনশন সেন্টারে সম্মেলনের সমাপনী অধিবেশনে সার্ক শীর্ষ সম্মেলনের শেষে এ ঘোষণা দেওয়া হয়।

সমাপনী অধিবেশনের উপস্থিত ছিলেন- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, ভুটানের বিদায়ী প্রধানমন্ত্রী জিগমে ওয়াই থিনলে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ, নেপালের প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে ও সার্কের মহাসচিব ফাতিমাত দিয়ানা সায়িদ।

কাজ থাকায় আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই দেশে ফিরে গেছেন।

এদিকে, সার্ক শীর্ষ নেতাদের অবকাশ মালদ্বীপের ভিলিংগিলি দ্বীপের সাংরিলা রিসোর্টে শেষ হয়েছে। স্থানীয় সময় ১০টায় বৈঠক শুরু হয়ে চলে ১২টা পর্যন্ত। এবারের এই অবকাশ বৈঠকে মালদ্বীপের প্রস্তাব অনুযায়ী নবায়নযোগ্য জ্বালানির বিষয়ে জাতীয় আয়ের একটি অংশ বরাদ্দের প্রসঙ্গটি চূড়ান্ত হয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/এমএ মামুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here