দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থায় (সার্ক) চীনের অন্তর্ভুক্তি চান বিরোধী দলের নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার সকালে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে বিরোধী দলীয় নেতা এ ব্যাপারে তার সমর্থনের কথা জানান।
বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সার্কের পূর্ণ সদস্যপদ চায় চীন। এই বৈঠকে বিষয়টি আলোচনা হয়েছে। বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া এ ব্যাপারে তার পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন।’
তিনি আশা প্রকাশ করেছেন, ‘ভবিষ্যতে চীন সার্কের পূর্ণ সদস্যপদ লাভ করবে, যোগ করেন ফখরুল।’
বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার বরাত দিয়ে সাংবাদিকদের এ কথা জানান।
১৩ সদস্যের চীন কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির পলিট ব্যুরোর সদস্য ও বেইজিং শাখার সাধারণ সম্পাদক লিউ কি।
বিএনপি নেতাদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দীন আহমেদ, রিয়াজ রহমান, আবদুল আউয়াল মিন্টু ও খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল প্রমুখ।
উল্লেখ্য, মালদ্বীপের আড্ডু সিটিতে সপ্তদশ সার্ক শীর্ষ সম্মেলনের পর্দা উঠবে আজ বৃহস্পতিবার। দুপুর আড়াইটায় আড্ডুর হিথাডো কনভেনশন সেন্টারে দুদিনের শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে।
দক্ষিণ এশিয়ার মানুষের ভাগ্য নির্ধারণে সার্কের আট জাতির শীর্ষ নেতারা মিলিত হবেন এ অনুষ্ঠানে। এবারের শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে, সেতুবন্ধন।
সার্কে বাংলাদেশের জনগণের প্রত্যাশা তুলে ধরতে এ বৈঠকে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার দুপুরে ৪৬ সদস্যের প্রতিনিধি দল নিয়ে বিশেষ বিমানযোগে (বিজি ১০০১) আড্ডুর উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছেন তিনি। বিকেল সাড়ে ৩টায় তিনি আড্ডুর জ্ঞান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ নাশিদ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি, শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে, ভুটানের প্রধানমন্ত্রী জিগমে ওয়াই থিনলে, নেপালের প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই ও আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই যোগ দেবেন। এছাড়া পর্যবেক্ষক হিসেবে অস্ট্রেলিয়া, চীন, ইরান, জাপান, দক্ষিণ কোরিয়া, মরিশাস, মিয়ানমার, যুক্তরাষ্ট্র ও ইইউর প্রতিনিধিরা শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা