জহুরুল ইসলাম জহির, রংপুর

চলতি ইরি বোরো সেচ মৌসুমে সারা দেশে বিদ্যুতের ঘাটতি ১হাজার ১’শ মেগাওয়াট ছাড়িয়ে যাবে। লোড শেডিং বাড়বে কিন’ কমবেনা। কৃষকদের ধান ক্ষেতে সেচ দেবার জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে হলে সকল ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টার পর বাধ্যতামুলক বন্ধ রাখতে হবে। বিদ্যুতের সাজ সজ্জা সহ বিভিন্ন অনুষ্ঠানের নামে বিদ্যুৎ ব্যবহার বন্ধ করতে হবে।

রোববার বিকেলে রংপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেচ মৌসুমে বিদ্যুত সরবরাহ ও ব্যবস’াপনা বিষয়ে মতবিনিময় কালে বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী ও বিশেষজ্ঞরা এ আশংকা ব্যাক্ত করেছেন।

মতবিনিময় সভায় বিশেষজ্ঞরা বলেছেন, প্রয়োজনে বিদ্যুতের অপব্যবহারকারিদের লাইন কেটে দিতে হবে এ জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহায়তা কামনা করা হয়েছে। সেই সাথে কৃষকরা রাত ১১টা থেকে সকাল ৭ টা পর্যন- জমিতে সেচ দেবার জন্য যেন সেচ যন্ত্র ব্যবহার করে সে ব্যাাপারে তাদের সচেতন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানী সচিব আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত  মত বিনিময় সভায় পিডিবি ও আরইবির চেয়ারম্যান সহ উচ্চপদস’ কর্মকর্তা এবং রংপুর বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জন প্রতিনিধিরা উপসি’ত ছিলেন ।

মতবিনিময় সভায় জানানো হয়, ২০০৯ সালের পর গত ৩ বছরে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ২ হাজার ৬’শ ৯৪ মেগাওয়াট। তবে আগামী ২০১৬ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে দেশ স্বয়ং সম্পূর্ন হবে। তার পরেও ২০ ভাগ বিদ্যুতের সাশ্রয় করা সম্ভব হবে ।

এদিকে, বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীরা সভায় অবহিত করেন গতবছর যেখানে বোরো মৌসুমে সেচ পাম্পের পরিমান ছিলো ২ লাখ ৭৮ হাজার ৮১টি চলতি মৌসুমে তা বেড়ে ৩ লাখ ১ হাজার ৬৩১টিতে দাঁড়িয়েছে। ফলে শষ্য ভান্ডার বলে পরিচিত রংপুর বিভাগে বিদ্যুতের চাহিদা বেড়েছে শতকরা ২০ ভাগ। তবে যে কোন মুল্যে সেচ মৌসুমে বিদ্যুৎ সরবরাহ করার জন্য সকল ব্যবস’া গ্রহন করা হয়েছে বলে জানানো হয়।

মতবিনিময় সভায় রংপুরে পল্লী বিদ্যুতের লাইন নিয়ে অবৈধ ভাবে ইটভাটায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে বলে সাংবাদিকদের অভিযোগের জবাবে আরইবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মইন উদ্দিন এ ব্যাাপারে সকল ইটভাটায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দ্দেশ দেন।

সভায় রংপুর ৫ আসনের এমপি এবং অনুমিত হিসাব সংক্রান- সংসদীয় কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ ছাড়াও পিডিবির চেয়ারম্যান আলমগীর কবীর, রংপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রুহুৃল আমিন খান, রংপুর বিভাগের জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান সহ পিডিবি ও আরইবির উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপসি’ত ছিলেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here