খুলনা: প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, খালেদা জিয়া আবারো হরতালের ডাক দিয়েছেন।
আসলে হরতাল হবে না- হবে সন্ত্রাস, বোমাবাজি ও খুন। গত হরতালে ২১ জনের জীবন গেছে, আর সামনের হরতালে ৪০ জনের প্রাণ নেবেন তিনি।
খালেদা জিয়া কথায় কথায় মিথ্যাচার করেন বলেও অভিযোগ করেন জয়।
শনিবার বেলা পৌনে তিনটায় খুলনার সার্কিট হাউসে আওয়ামী লীগের মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময়কালে জয় এসব কথা বলেন।
সর্বদলীয় সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন কেউ ঠেকাতে পারবে না বলে হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রীর প্রবাসী এই ছেলে। জয় বলেন, দেশে আর কোনোদিন অবৈধ সরকারের ক্ষমতা দখল করার সুযোগ নেই।
জয় বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করার অভিজ্ঞতা আমাদের আছে। বিগত দিনে তারা অবৈধভাবে ক্ষমতা দখল করে আমাদের ওপর নির্যাতন চালিয়েছে। তাদের এ খেলা বন্ধের দাবি জানান তিনি।
মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানার ছেলে রেদওয়ান সিদ্দিকী ববি, প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক ও জেলা সভাপতি শেখ হারুন আর রশীদ উপস্থিত ছিলেন।
এর আগে বেলা ১১টায় জয় খুলনা বিশ্ববিদ্যালয় ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৫০ শিক্ষার্থীর মুখোমুখী অনুষ্ঠান ‘লেটস টক’ এ অংশ নেন।
মতবিনিময়ের পর তিনি খুলনা থেকে যশোরের উদ্দেশে রওয়া করেন।