এসেছে শরৎ
-সাবেদ আল সাদ
 
পুরাতন চরে নতুন শরৎ মেলা
ঝাউবনে বসে রূপালি
মেঘের খেলা
নদীতীরে সাঁজে ধবল শরৎ ফুল
কে করেছিল এমন উপমায় ভুল।
 
কার আগমনে আঁড়ি পাতে দুই তীর
কার হাজিরায় অলি ও কলির ভীড়
কার অছিলায় কাশের মেয়েরা হাসে
নদীবুকে জল ভরা জোসনায় ভাসে।
 
শরৎ এনেছে মহামিলনের ক্ষণ
রূপোর থালায় রাত সাজুগুজু বন
চাঁদময় রাতে রূপালি জলের হাসি
সে হাসিতেই রাখি প্রেম বাণ ভাসি।
 
তীরে চকচক রূপালি ইলিশ মেলা
শরতের কালে মুখে স্বাদ চাঁদবেলা।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here