ডেস্ক রিপোর্ট::  কক্সবাজারের টেকনাফে হত্যাচেষ্টা মামলায় কারাবন্দি সাবেক এমপি আব্দুর রহমান বদিকে নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) রাতে তাকে কক্সবাজার থেকে কড়া পুলিশ পাহারায় চট্টগ্রামে নিয়ে আসা হয়।

গত ২১ আগস্ট বদিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হামিমুন তামজিদের আদালত কারাগারে পাঠান। আগের দিন তাকে চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল।

চট্টগ্রাম কারাগারে বদিকে স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার সুমাইয়া খাতুন। তিনি বলেন, বদির নামে চট্টগ্রাম আদালতেও দুদকের মামলা রয়েছে।

গত ১৮ আগস্ট টেকনাফ পৌরসভার কেকেপাড়া এলাকায় উপজেলা বিএনপির শীর্ষ নেতা মোহাম্মদ আব্দুল্লাহকে হত্যাচেষ্টার অভিযোগ তুলে বদি, উপজেলা চেয়ারম্যান জাফর আহমদসহ ২০ জনকে আসামি করে মামলা করেন আব্দুল্লাহ। সেই মামলায় তাকে আটক করে র‌্যাব-৭। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদক চোরাচালানে বদি, তার চার ভাইসহ পরিবারের অন্তত ২৬ জনের নাম রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here