সাদামাটা রূপ নিয়ে সাবিনাদের অপেক্ষায় বাফুফে

ডেস্ক রিপোর্টঃঃ  সাফ জয়ী সাবিনা খাতুনরা বাফুফে ভবনের পথে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনের চারতলায় তাদের আবাস। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বাফুফে ভবনে ফুটবলারদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তবে চ্যাম্পিয়নদের বরণ করে নিতে বাফুফে ভবন তেমন সাজানো হয়নি। সাদামাটা আবহে ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তি আর গণমাধ্যম কর্মীদের ভিড়ই যা আড়ম্বর যোগ করছে।

বাফুফে ভবন মতিঝিলের আরামবাগ এলাকায়। এখানে মোহামেডান, মেরিনার্স, আরামবাগসহ অনেক ক্লাব আছে। ফুটবল সংশ্লিষ্ট অনেকেই বাফুফে ভবনে এসেছেন।

বাফুফে ভবনে সাবিনাদের স্বাগত জানাবেন একাডেমির তরুণ ফুটবলাররা। তারা সাবিনাদের পারফরম্যান্সে অনুপ্রাণিত হয়ে শিরোপার স্বপ্ন দেখছেন। বাংলাদেশ নারী দল বাফুফেকে অনেক বড় সাফল্য এনে দিয়েছে। বাফুফে ভবনে মেয়েদের জন্য একটি বড় ব্যানার ছাড়া কিছু নেই।

বুধবার দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় সাবিনা খাতুনদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি। এরপরই ছাদ খেলা বাসে উৎসব করতে করতে মতিঝিলে বাফুফে ভবনের পথ ধরেন সাবিনা খাতুনরা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here