কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে দিনব্যাপী প্যারী সুন্দরী বাস’ভিটায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আট দলের সাপ খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে এ সাপ খেলার শুভ উদ্বোধন করেন মিরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক ও সদরপুর ইউপি চেয়ারম্যান কামার”ল আরেফিন। উদ্বোধনের পরেই শুর” হয় মনোমুগ্ধকর বিলুপ্ত প্রায় গ্রামীণ ঐতিহ্যবাহী সাপ খেলা।
সাপ খেলায় অংশগ্রহণ করেন চুয়াডাঙা জেলার আলমডাঙা উপজেলার পারকোলা গ্রামের সাঁপুড়িয়া আব্দুর সাত্তার, শহিদুল ইসলাম, গোবিন্দপুর গ্রামের কামাল উদ্দিন, হেমায়েতপুর গ্রামের আব্দুল বারেক, মনাকষাই গ্রামের আব্দুর রাজ্জাক, মেহেরপুর জেলার দরবেশপুর গ্রামের আইন উদ্দিন, কুষ্টিয়ার মিরপুর উপজেলার পুটিমারী গ্রামের আসান আলী এবং বেশীনগর-রামনগর গ্রামের সাঁপুড়িয়া মক্কেল আলী।
আট দলের সাঁপুড়িয়ারা দিনব্যাপী বিভিন্ন প্রকার গান-বাজনার সঙ্গে সঙ্গে নৃত্যের তালে তালে নেচে গেয়ে বিভিন্ন প্রকার বিষধর সাপের খেলা দেখান। নৃত্যের সাথে সাথে সাপগুলোও নাচতে থাকে। সাপ খেলার খবর এলাকায় ছড়িয়ে পড়লে হাজার হাজার নারী পুর”ষ দলে দলে সাপের খেলা দেখতে সকাল থেকে প্যারী সুন্দরী বাস’ভিটায় ভীড় জমায়। খেলা শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আমলা-সদরপুর উ”চ বিদ্যালয়ের সভাপতি মাজেদুর আলম বা”চুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদরপুর ইউপি চেয়ারম্যান কামার”ল আরেফিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আবুল খায়ের টোবাকো কোম্পানীর লিফ অফিসার কবীর আহম্মেদ, সহকারী লিফ অফিসার গোলাম হাবীব, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল হামিদ। আরো বক্তব্য রাখেন যুবলীগ নেতা আশরাফুল ইসলাম, গোলাম কিবরিয়া মাছুম, বিশিষ্ট সমাজ সেবক এনামূল হক, হাফিজুর রহমান, নাগর আলী, আশরাফুল আলম, কহর আলী প্রমূখ।
খেলা শেষে আট দলকেই পুরস্কার প্রদান করা হয়েছে। দিনব্যাপী সাপ খেলাটি পরিচালনা করেন বিশিষ্ট সমাজ সেবক হামিদুল হক ভাষা।
কাঞ্চন কুমার, কুষ্টিয়া