
কিন্তু অনেকেরই মনটা বরাবরই খচখচ করত। কারণ সানি যে বিবাহিত। স্বামী ড্যানিয়েল ওয়েবারকে ঈর্ষার চোখে দেখতেন সকলেই। যারা সানির স্বামীকে ঈর্ষা করতেন তাদের সুখবর হচ্ছে এবার বিবাহ-বিচ্ছেদের পথে যাচ্ছেন সানি।
শোনা যাচ্ছে, বিচ্ছেদের পর নাকি ভারতীয় পুরুষকেই স্বামী হিসেবে বেছে নিতে চান সানি। তার মতে ভারতীয়রা বহুগামী হন না। বিচ্ছেদের সঙ্গে সঙ্গেই একতা কাপুর পরিচালিত টেলিভিশন শোতেও নিজের জন্য পাত্র খোঁজার কথা বলবেন তিনি।