গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর বুজরুক পাকুড়িয়া গ্রামে হারুনুর রশিদের স্ত্রী শারমিন বেগম(২৮) নামে এক গৃহবধু শরীরে থাকা কাপড়ে চুলার আগুন ধরে পুড়ে মারা গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে শারমিন বেগম নিজ বাড়ীতে রান্না করছিলেন। এ সময় শরীরে কাপড়ে চুলার আগুন ধরে তার শরীর ঝলসে যায়। পরে গুরুতর অসুস্থ্য অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় সে মারা যায়। অপর দিকে একই উপজেলার বদলাগাড়ী গ্রামে বৃহস্পতিবার বিকালে গাছের ডাল কাটার সময় ছাদু মিয়ার পুত্র দিলদার মন্ডল(২৫) নামের এক যুবক গাছ থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এলাকাবাসী জানায়, দিলদার মন্ডল বাড়ীর পাশের একটি আম গাছে উঠে ডাল কাটছিলেন। অসাবধানবসতঃ নীচে পড়ে গেলে এই দূর্ঘটনা ঘটে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ছাদেকুল ইসলাম রুবেল/গাইবান্ধা