সাতক্ষীরা ৩৮, বিজিবি’র আওতাধীন শার্শার সীমান্তবর্তী গোগা-বসতপুর সড়কে কলারোয়ার চান্দুড়িয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ভারতে পাচারকালে ৩৫ বস্তা রসুন উদ্ধার করেছেন। তবে অভিযানে বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেননি।
কলারোয়ার চান্দুড়িয়া বিজিবি সূত্রে জানা গেছে, চান্দুড়িয়া কোম্পানি কমান্ডার মতিউর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে গত বুধবার রাতে শার্শার সীমান্তবর্তী গোগা-বসতপুর সড়কের পার্শ্বে একটি ইঞ্জিনভ্যান তলাসি করেন। এসময় ওই ইঞ্জিনভ্যান থেকে বিজিবি সদস্যরা ৩৫ বস্তা রসুন উদ্ধার করেন। যা ওই বাহনে সুবিধেমতো সময়ে ভারতে পাচার করা হতো।
উদ্ধার করা রসুন ওজনে ৭শ’ কেজির মতো। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। কলারোয়ার চান্দুড়িয়া কোম্পানি কমান্ডার মতিউর রহমান বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে এ অভিযানের সত্যতা স্বীকার করেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডটকম/কামরুল হাসান/কলারোয়া।