সাতক্ষীরার দেবহাঁটার শাখরা কোমরপুর বিজিবি ক্যাম্পের জোয়ানরা উপজেলার সেকেন্দ্রা গ্রামে মঙ্গলবার ভোর ৬ টায় অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আসা ১৭ জন বাংলাদেশী ধুড় আটক করেছে। এ ব্যাপারে দেবহাঁটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জানা যায়,ওই আটককৃত বাংলাদেশীরা গত ৩ মাস পূর্বে অভাবের তাড়নায় ভারতে ইটভাটায় কাজ করতে যায়। কাজ করে দেশে ফেরার পর দেবহাঁটা বিজিবি ক্যাম্পের সুবেদার বরকত আলী ও শাঁখরা কোমরপুর ক্যাম্পের হাবিলদার আঃ সালামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সেকেন্দ্র মোড়ের বাঁশবাগান থেকে তাদেরকে আটক করা হয়। কিন্তু এসব ধুড় পাচারকারী সিন্ডিকেটের মূল হোতারা আছে প্রশাসনের ধরাছোয়ার বাইরে। সীমানত্ম এলাকায় খোঁজ খবর নিয়ে জানা যায়,সেকেন্দ্র গ্রামের গোলাম, মোনতে, সবুর,খোড়া আফসার,এনতে,কুলিয়ার চীটার নজরুল এবং এদের মাথায় থেকে যে নাড়াচড়া করে সেই হাড়দ্দাহ গ্রামের হাসা ও মঈমুর প্রতিনিয়ত অবৈধভাবে বাংলাদেশ থেকে শিশু ও নারী পাচার সহ ভারত থেকে ফেন্সিডিল,জালটাকা,মদ,গাঁজা,ইয়াবা,হেরোইন এবং বিভিন্ন আগ্নেয়াস্ত্র চোরাই পথে বিজিবির কিছু অসাধু সদস্যদের ঘুষ দিয়ে দেশে নিয়ে এসে দেশের বিভিন্ন জেলায় পাচার করে আসছে। এ ব্যাপারে বারবার একাধিক পত্রিকায় একযোগে এসব নারী শিশু এবং অস্ত্র পাচারকারীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হলেও কোন টনক নড়েনি কর্তৃপক্ষের। বিজিবির অভিযানে আটকৃতরা হলো- রপিকুল ইসলাম (২২),নজির হাওলাদার (২২),কবির হাওলাদার (২৩),আবুল বাশার (২৬),নাসির মৃধা (১৮),সেলিম হাওলাদার (৩০), লিটন সরদার (২০),সুমন শেখ (২১),বাদশাহ হাওলাদার (২৫),হাসান বয়াতী (২৭),বাবুল শেখ (২৩),জুয়েল ফকির (১৮),ইব্রাহিম মলিক (১৮),কামরুল ইসলাম (১৭),জামাল উদ্দীন (৩০),হেমায়েত উদ্দীন (৬০),আসাদূর গাজী (১৮)। আটককৃতদের উভয়ের বাড়ি বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলায়। আটককৃতদের কাছ থেকে মোট ১৩ হাজার ৬শ বাংলা টাকা এবং ২৬ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/নাজমুল হক/সাতক্ষীরা