সাতক্ষীরা বৈকারী সীমান্তের বিপরীতে ভারতের খলিসায় বিএসএফ শনিবার ভোররাতে বাংলাদেশী গরু রাখালদের লক্ষ করে গুলি বর্ষন করেছে। এ ঘটনায় এক ভারতীয় নাগরিক গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার পরপরই বিএসএফ ৫ জন বাংলাদেশী গরু রাখালকে সীমান্ত এলাকা থেকে ধরে নিয়ে যায়।
বিষয়টি নিয়ে শনিবার দুপুর ১২ টা ৩০ মিনিট থেকে ১২ টা ৪৫ মিনিট পর্যন্ত ১৫ মিনিট বৈকারী সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়া শেষ হয়েছে।
পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে ৮ সদস্য দলের নেতৃত্ব দেন, কুশখালী বিজিবির কোম্পানী কমান্ডার সুবেদার সুলতান আলী। সম সংখ্যক বিএসএফ দলের নেতৃত্ব দেন ভারতের কৈজুড়ী ক্যাম্পের ইন্সপেক্টর এস এন নারায়ন।
সীমান্তের একাধিক সুত্র, শনিবার রাত তিনটার দিকে বিএসএফ এর খলিসা ক্যাম্পের সদস্যরা বাংলাদেশি গরু ব্যবসায়িদের লক্ষ করে সাত রাউন্ড গুলি ছোড়ে। এতে আহত হয় ভারতীয় নাগরিক আমুদিয়া গ্রামের কবিরুল ইসলাম। এরপর ভারত থেকে গরু আনার সময় বিএসএফ তিন বাংলাদেশী গরু রাখালকে ধরে নিয়ে যায়। তাদের মধ্যে একজনের নাম জহিরুল ইসলাম। তবে অন্যদের পরিচয় জানা যায়নি। অন্যদিকে পতাকা বৈঠক শেষে সুবেদার সুলতান আলী জানান, বৈঠকে বিএসএফ তিন জন বাংলাদেশী নাগরিককে ধরে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেন। তবে বিএসএফর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বাংলাদেশী গরু রাখালরা হামলা করে ভারতের গোবরদা বিএসএফ ক্যাম্পের হেড কনস্টেবল সারতাজ সিং ও কনস্টেবল জিন্দার পালকে গুরুতর জখম করেছে। তবে বিষয়টির চুড়ান্ত নিষ্পত্তি না হওয়ায় বিকেল সাড়ে ৪ টায় বাংলাদেশের কুশখালী সীমান্তের কালিয়ানি এলাকায় ব্যাটালিয়ন পর্যায়ে আবারও দ্বিতীয় দফায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা আছে।
সাতক্ষীরা ৩৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু বাসিত জানান, সীমান্তের উদ্ভুত পরিস্থিতি নিয়ে ব্যাটালিয়ন পর্যায়ে আবারও পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ভারতের পক্ষে ১৫২ বিএসএফ কল্যানী ক্যম্পের কমান্ডেন্ট মনোজ কুমারের উপস্থিত থাকার কথা রয়েছে। বৈঠকের পরে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠক চলছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/নাজমুল হক/সাতক্ষীরা