সাতক্ষীরা ৩৮, বিজিবি’র আওতাধীন শার্শার সীমান্তবর্তী কালিয়ানি ও দাউদখালি গ্রামে চান্দুড়িয়া ও রুদ্রপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ৩৮ বোতল ফেনসিডিল ও ৮ বোতল হুইস্কি উদ্ধার করেছেন। অভিযানে বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেননি। কলারোয়ার চান্দুড়িয়া বিজিবি সূত্রে জানা গেছে, চান্দুড়িয়া কোম্পানি কমান্ডার মতিউর রহমান ও রুদ্রপুর ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে  শার্শার সীমান্তবর্তী কালিয়ানি ও দাউদখালি গ্রামের মাঠে কতিপয় চোরাচালানীকে ধাওয়া করেন। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ওই চোরাচালানীরা তাদের বহন করা বস্তা ফেলে রাতের আঁধারে মিলিয়ে যায়। এসময় বিজিবি সদস্যরা ৩৮ বোতল ফেনসিডিল ও ৮ বোতল হুইস্কি উদ্ধার করেন। কলারোয়ার চান্দুড়িয়া কোম্পানি কমান্ডার মতিউর রহমান শুক্রবার সাংবাদিকদের কাছে এ অভিযানের সত্যতা স্বীকার করেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কামরু হাসান/কলারোয়া

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here