কাঠের ফার্ণিচারের মধ্যে বিশেষ ব্যবস্থাপনায় বক্সের মধ্য করে পাচারের সময় সাতক্ষীরায় বিজিবি অভিযান চালিয়ে ৭৪৮ বোতল ফেনসিডিল আটক করেছে। এসময় বিজিবি’র সদস্যরা কোন ফেনসিডিল ব্যাবসায়ীকে আটক করতে পারিনি।

বিজিবি জানায়, সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারত থেকে নিয়ে আসা বড় একটি ফেনসিডিলের চালান ইঞ্জিনভ্যানে করে খুলনার অভিমুখে পাচার করা হচ্ছে। এমন গোপন খবর পেয়ে সাতক্ষীরা ৩৮ বডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা রবিবার সকালে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রীজ এলাকা থেকে দুটি ইঞ্জিন ভ্যানসহ একটি ফার্ণিচার আটক করে। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতিতে সটকে পড়ে। এক পর্যায়ে তল্লাশি চালিয়ে কাঠের ফার্ণিচারের মধ্যে বিশেষ ব্যবস্থায় বানানো বক্সের মধ্যে কাগজের ব্যান্ডেলে প্যাচানো ৭৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে। অপর এক অভিযানে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজার থেকে ট্যাস্কফোর্সের সদস্যরা বিক্রয় নিষিদ্ধ ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৩২ ব্যান্ডিল পলিথিন উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ ব্যাপারে বিজিবি বাদী হয়ে মামলা দায়ের করে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/নাজমুল হক/সাতক্ষীরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here