সাতক্ষীরা জেলার সদর উপজেলার ভোমরা স’ল বন্দর সংলগ্ন লক্ষীদাড়ী বেড়িবাঁধে ৮৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, রোববার গভীররাতে ভোমরা স্থলবন্দর দিয়ে ফেনসিডিলের একটি চালান সাতক্ষীরায় আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বন্দরের লক্ষীদাড়ী বেড়িবাঁধের কাছে বিজিবির একটি বিশেষ দল ওৎপেতে থাকে।
এসময় চোরাচালানীরা ভারতের ঘোজাডাঙ্গা দিয়ে সাতক্ষীরায় ঢোকার সময় বিজিবি তাদের চ্যালেঞ্জ করলে ফেনসিডিলের একটি বড় চালান ফেলে রেখে পালিয়ে যায় তারা।
বিজিবি চালানটি উদ্ধার করে নিয়ে আসে। তবে এ সময় কাউকে গ্রেফতার করা যায়নি । সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হারুণ অর রশীদ ঘটনা সত্যতা স্বীকার করেছেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/নাজমুল হক/সাতক্ষীরা