এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ৩ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

আটকরা হচ্ছেন, সদর উপজেলার মাটিয়াডাঙ্গা গ্রামের সাদ্দাম হোসেন (২৪), বিপুল হোসেন (২৬) এবং বালুইগাছা গ্রামের হাফিজুল ইসলাম (৩০)।

সাতক্ষীরা থানার পুলিশ পরিদর্শক রতন শেখ জানান, বৃহস্পতিবার রাতে সদরের কামারপোতা গ্রামের মাছ ব্যবসায়ী ওয়ালিদ হোসেন মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় ছিনতাইকারীরা বাগডাঙা রাস্তায় তার  মোটরসাইকেলের গতিরোধ করে। পরে তাকে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।পালিয়ে যাওয়ার সময় সদরের ব্রহ্মরাজপুর ফাঁড়ির পুলিশ তাদের আটক করে। তাদের কাছ থেকে একটি রামদা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/নামজুল হক/সাত্ক্ষীরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here