সাতক্ষীরায় ওয়ান শুটার (অস্ত্র) সহ তিন জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ৬ এর সদস্যরা। মঙ্গলবার দুপুর ১ টার দিকে তাদেরকে শহরতলির খড়িবিলা বনলতা হাউজিং এর সামনে থেকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতার কৃতরা হলো শহরের ইটাগাছার আবুল কালামের ছেলে বাবলু (২৪), সদর উপজেলার লহ্মিদাড়ি গ্রামের আবু ছালেক গাজীর ছেলে সোহেল রানা (২৫) এবং একই গ্রামের গোলাম মওলার ছেলে আতিকুর রহমান (২৪) র‌্যাব-৬ এর ডি.এ.ডি শাহাদাত হোসেন জানান, লে: কমাণ্ডার নূরে আলমের নেতৃত্বে র‌্যাব-৬ এর সদস্যরা বনলতা হাউজিং-এর সামনে চেক পয়েন্ট বসায়। বেলা ১ টার দিকে একটি নাম্বার বিহীন হিরোহোন্ডা মটর সাইকেল যোগে গ্রেফতারকৃতরা চেক পয়েন্টের সামনে আসলে তাদের দেহ তল্লাসী করা হয়। এসময় আতিকুর রহমানের কোমরের গাট থেকে বেরিয়ে আসে ওয়ান শুটার নামের ওই তাজা আগ্নেয়াস্ত্র। এসময় মটর সাইকেল ফেলে বাবলু পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে। তাদের নিকট থেকে সহ ৪টি মোবাইল সেট জব্দ করে র‌্যাব।

এদিকে গ্রেফতার হওয়া আতিকুর রহমান জানায়, ভোমরা স্থলবন্দর থেকে মঙ্গলবার সকালে অজয়,পটো ও সাইদ নামের তিন যুবক অস্ত্রটি তাদের হাতে তুলে দেয় শহরের ইটাগাছা এলাকার বাবুর ছেলে বনির কাছে পৌছে দেয়ার জন্য। বিনিময়ে ৫০০ টাকা দেয়ার কথা বলে তারা।

আটককৃত সোহেল রানা জানায়, তার সাথে পৃথক মটর সাইকেলে বনি ছিলো। তবে সে বিষয়টি বুঝতে পেরে আগেই পালায়। গ্রেফতারকৃতদের সাতক্ষীরা সদর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এঘটনায় র‌্যাব-৬এর ডিএডি শাহাদাত হোসেন একটি মামলা করবেন বলে জানান।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/নাজমুল হক/সাতক্ষীরা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here