সাতক্ষীরা শহরের লাবনীর মোড় থেকে ইটাগাছা মোড় পর্যন্ত রাস্তাটি সংস্কারের কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি পরিলক্ষিত হওয়ায় চরম ক্ষুব্ধ শহরবাসীর অভিযোগের ভিত্তিতে সরেজমিনে যাচাই করে কাজ বন্ধ করে দিয়েছেন প্রকৌশলী জাহাঙ্গীর আলম। তবে ঠিকাদারের পক্ষে সাফাই গেয়ে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আঃ রহিম বললেন,রাস্তা নির্মানে কোন অনিয়ম হচ্ছে না । এমনকি তিনি সাতক্ষীরা বাসিকে অন্ধ ভেবে বললেন,রাস্তা নির্মান কাজ বন্ধ হয়নি ।

প্রাপ্ত তথ্য  ও সরেজমিনে জানা যায়, সাতক্ষীরা কালিগঞ্জে  মহাসড়কের শহরের লাবনীর মোড় হতে ইটাগাছা বাঙ্গালের মোড় পর্যন্ত এক হাজার দুইশত মিটার রাস্তাটি রিপেয়ারিং ও সাইড প্রশস্তকরনে ৪০ লাখ টাকা বরাদ্ধ দেওয়া হয়। টেণ্ডারের মাধ্যমে কাজটি পান খুলনার জনৈক বাবুর ঠিকাদারী প্রতিষ্ঠান এম ই বিসি জেভি ফার্ম। রাস্তাটিতে শতকরা ত্রিশ ভাগ বালি ও সত্তর ভাগ পাথর দেওয়ার কথা থাকলেও ঠিকাদার একাজে ব্যাপক কারচুপি করছেন।

সরেজমিনে দেখা যায়, সত্তর ভাগ পাথরের জায়গায় সর্বোচ্চ ত্রিশ ভাগ পাথর দিয়ে বাকীটা বালি দিয়ে রাস্তা সংস্কার করা হচ্ছে। মিষ্টি বালির পরিবর্তে খোলপেটুয়া নদীর লবনাক্ত বালি দেওয়া হচেছ। পাশাপাশি তিন ফুট বর্ধিত স্থানে প্রাথমিক ভাবে আট ইঞ্চি গভীর করে খোয়া ও বালি দেওয়ার কথা থাকলেও সেখানে তিন থেকে চার ইঞ্চির বেশী গভীর করা হয়নি। স্থানীয়রা জানান,ইতিপুর্বে রাস্তার সংস্কার কাজে বর্ধিত অংশে ২৫ ইঞ্চি গভীর করে খুড়ে এক ফুট বালি ফেলার পরে পানি দিয়ে ভিজিয়ে পুনরায় আট ইঞ্চি পরিমান খোয়া ও বালি দিয়ে রোলার করার নিয়ম থাকলেও পানি দেওয়া তো দুরের কথা কোন রোলার ব্যাবহার করা হয়নি। বর্তমানে এ কাজে  অতিনিম্ন মানের পাথর ও বালি ব্যাবহার করা হচ্ছে যা উক্ত কাজের জন্য ব্যবহার উপযোগী নয়। শহরের অতিব্যস্ততম এ সড়কের কাজে প্রকাশ্যে এ ধরনের দুর্নীতি পরীলক্ষিত হওয়ায় ফুসে ওঠে শহরবাসী। তারা বিষয়টি সড়ক ও জনপদ বিভাগে জানালে প্রকৌশলী জাহাঙ্গীর আলম গত শনিবার সরেজমিনে এসে রাস্তা সংস্কার কাজে ব্যাপক অনিয়ম দেখে শ্রমিকদের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এ বিষয়ে সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন ,রাস্তার কাজে ব্যাপক অনিয়ম হচ্ছে। তাই কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, ঠিকাদার বাবু নির্বাহী প্রকৌশলীর একান্ত লোক। এজন্য তিনি কোন কিছুর তোয়াক্কা করেন না। ঠিকাদার বাবুর সাথে মোবাইলে কথা হলে তিনি বলেন,আমি এখন ব্যস্ত আছি। পরে কথা বলব। সার্বিক বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আঃ রহিম বললেন,রাস্তার কাজে অনিয়ম হচ্ছে না। ঠিকঠাক মত সবকিছুই চলছে। অনিয়মের কারনে রাস্তার কাজ বন্ধ করে দেওয়ার বিষয়ে তিনি বলেন, কাজ বন্ধ নেই, যথারীতি চলছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/নাজমুল হক/সাতক্ষীরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here