সাতক্ষীরার তালায় শনিবার সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের নওয়াপাড়া বাজার থেকে বিআরটিসির বাসে তল্লাশী করে ১০৫ বোতল ফেনসিডিল ও কিছু ইমিটেশনের গয়নাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এসময় বিআরটিসি বাসের ড্রাইবার রিয়াজ খাঁন (২৭) ও শাহাজান আলী হাওলাদার (৪০) কে আটক করা হয়েছে।

আটক ড্রাইবার রিয়াজ খাঁন বরিশাল সদরের মঙ্গলসী গ্রামের জালাল খানের পুত্র ও শাহাজান আলী হাওলাদার বাগেরহাট জেলার  মড়োলগঞ্জ উপজেলার কালকেবাড়ি গ্রামের সরাফাত হাওলাদারের পুত্র।

পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে বিআরটিসির (ঢাকা মেট্রো ব ১১-২৫০২) একটি গাড়ী সাতক্ষীরার শ্যামনাগর হতে বরিশাল অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে তালা উপজেলার নওয়াপাড়া এলাকায় বাসটি পৌঁছালে তালা থানার ওসি মোঃ রবিউল ইসলাম ও এসআই ফকির পান্নু মিয়া (পিপিএম) ঐ বাসে তল্লাসী চালিয়ে গাড়ীর ড্রাইবারের বডিতে ৪,ব্যাগের ভেতর ৩৪ ও বস্তার ভেতর ৬৭ বোতল মিলে মোট ১০৫ বোতল ফেনসিডিল ও কিছু ইমিটেশনের মালামাল উদ্ধার করে। এসময় ব্যাগ ও বস্তার মালিক শাহাজান আলীকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে গাড়ীর ড্রাইবার রিয়াজ খাঁনকে আটক করে পুলিশ। এরিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের তালা থানায় জিঞ্জাসাবাদ চলছিল।

তালা থানার ওসি মোঃ রবিউল ইসলাম ঘটনার সত্যতা শিকার করে বলেন,আমি সমপ্রতি যোগদান করে মাদকের বিরুদ্ধে যেহাদ ঘোষনা করেছি। একের পর এক অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ীরা কোন রকম পার পাবে না।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/নাজমুল হক/সাতক্ষীরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here