সাতক্ষীরা প্রতিনিধি ::

“এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় শুরু হয়েছে ফুটবল স্ট্রাইকার হান্টিং প্রতিযোগিতা।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫’এর আওতায় বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘তারুণ্যের অদম্য ইচ্ছা শক্তিই পারে জীবনে সফলতা বয়ে আনতে। আমরা নিজেদের পরিবর্তন করলে এই পৃথিবী বদলে যাবে। সাতক্ষীরার পরিবেশ হলো খেলাধুলার উপযোগী পরিবেশ।’

সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান, সাবেক ফিফা রেফারী তৈয়ব হাসান বাবু, ফুটবল স্ট্রাইকার হান্টিং প্রতিযোগিতার কোচ  ইকবাল কবির খান বাপ্পি ও বিসিবির কোচ ফজলুর রহমান।

ফুটবল স্ট্রাইকার হান্টিং প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৬ বয়সী চারটি দল অংশ নিচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here