নাজমুল হক, সাতক্ষীরা :

সাতক্ষীরা সদর থানায় দায়ের করা বহুল আলোচিত নৃত্যশিল্পি ধর্ষন প্রচেষ্টা মামলায় জেলা ছাত্রলীগের বহিস্কৃত সভাপতি শেখ জুয়েল হাসান ও সাধারন সম্পাদক নাজমূল হুদা পলাশকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দিয়েছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে মামলার তদন-কারি কর্মকর্তা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন-) রতন শেখ সাতক্ষীরা চীফ জুডিশিয়াল ম্যজিস্ট্রেট শহিদুল ইসলাম এর আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন।

নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ৪(খ) ধারায় এই চার্জসীট দেয়া হয়েছে। মামলা দায়েরের মাত্র ২৬ দিনের মাথায় এই চার্জশীট প্রদান করা হলো। এই মামলার দুই নং আসামী নাজমুল হুদা পলাশ কারাগারে অন-রীণ থাকলেও  প্রধান আসামী জুয়েল হাসান ঘটনার পর থেকে এখনও পলাতক রয়েছে।

তদন- কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন-) রতন শেখ জানান, গত ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এসে খুলনার এক নৃত্যশিল্পিকে জেলা ছাত্রলীগের বহিস্কৃত সভাপতি শেখ জুয়েল হাসান শহরের কাটিয়াস’ সাধারন সম্পাদক  পলাশ এর  ভাড়া বাড়ীতে নিয়ে যায়। সেখানে দু’জনে এক সাথে নৃত্যশিল্পিকে ধর্ষনের চেষ্টা চালায়। এ ঘটনায় নৃত্যশিল্পি নিজে বাদী হয়ে দুই ছাত্রলীগ নেতাকে আসামী করে সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। এই মামলার তদন- শেষে তিনি দ্রুত সময়ের মধ্যে এ অভিযোগপত্র দাখিল করেছেন।

অভিযোগপত্রে ১৭ জনকে স্বাক্ষীর শ্রেনীভুক্ত করা হয়েছে। মামলার অন্যতম আসামী শেখ জুয়েল হাসান পালাতক থাকায় তাকে ধরতে পুলিশ বিভিন্ন স’ানে অভিযান অব্যাহত রেখেছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here