সাতক্ষীরায় ঘুষ চাইতে যেয়ে কপালে জুটেছে জুতা পেটা। আর ঘটনার শিকার হয়েছে শ্যামনগর উপজেলা স্যানিটারী ইন্সপেকটর বিকাশ রায়। আলোচিত এ ঘটনাটি ঘটেছে শুক্রবার উপজেলার হরিনগর বাজারে। এঘটনার পর থেকে জন সম্মুখে নিঃগৃহীত উক্ত কর্মকর্তা তার ফোন রিসিভ করা বন্ধ করে দিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও হরিনগর বাজারের ব্যবসায়ীরা জানান, উপজেলা স্যানিটারী ইন্সপেকটর বিকাশ রায় বেলা বার টার দিকে পরিদর্শনের উদ্দেশ্যে মুন্সিগঞ্জের হরিনগর বাজারে যায়। এসময় তিনি মিষ্টির দোকানী এরশাদ আলীর দোকানে  যেয়ে মালিককে ডেকে বাইরে নিয়ে আসে এবং মাসোহারা দাবি করলে এরশাদ আলী বিকাশ রায়ের সাথে থাকা তার সহযোগীর হাতে পঞ্চাশ টাকা গুঁজে দেয়। কিন্তু ঐ টাকায় সন্তোষ্ট হতে না পেরে বিকাশ রায় সহযোগীর হাত থেকে টাকা ছিনিয়ে নিয়ে এরশাদ আলীর মুখে ছুঁড়ে মারে এবং মামলা দেয়ার হুমকি দেয়। এক পর্যায়ে  দোকানের মধ্যে বসে থাকা অপর খরিদ্দারদের দৃষ্টিতে বিষয়টি ধরা পড়লে তারা দ্রুত দোকানের বাইরে বেরিয়ে বিকাশ রায়ের সাথে বাদানুবাদে জড়িয়ে পড়ে। একপর্যায়ে উত্তেজিত জনতা জুতা খুলে তাকে মারধর শুরু করে। এবিষয়ে কথা বলার জন্য বিকাশ রায়ের মোবাইলে বার বার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

একই বিষয়ে হরিনগর বাজারের শরৎ মন্ডলসহ স্থানীয়রা জানিয়েছে বিকাশ রায় বাজার পরিদর্শনে নয় বরং মাসোহারা উঠাতে যায়। তার বিরুদ্ধে অভিযোগ করেও দীর্ঘদিনেও কোন লাভ হয়না। বিকাশ রায়ের খুটির জোর ব্যাপক জানিয়ে শ্যামনগর স্বাস্থ্য কমপেক্সের এক চিকিৎসকসহ কয়েকজন জানিয়েছে ইতিপুর্বে তার কয়েকবার বদলির নির্দেশ আসার পরও তিনি কতৃপক্ষকে ম্যানেজ করে বার বার সে বদলি বাতিল করেছেন। তারা আরো জানান, এবার জুতাপেটা হওয়ার পর হয়তো লোক লজ্জার ভয়ে বিকাশ নিজেই উপজেলা ছাড়তে রাজি হবে।

উপজেলা স্বাস্থ্য  কর্মকর্তা (টি এইচ এ) ডাঃ নজরুল ইসলাম জানান, বিষয়টি তিনি জানতে  পেরেছেন। তবে মারধর না করে বিষয়টি নিয়ে তার বিরুদ্ধে  লিখিত অভিযোগ আকারে উপস্থাপন ভাল ছিল উলেখ করে তিনি আরো জানান, অভিযোগ পেলে বিকাশ রায়ের বিরুদ্ধে বিভাগীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।

্উনাইটেড নিউজ ২৪ ডট কম/নাজমুল হক/সাতক্ষীরা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here