সাতক্ষীরায় দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীসহ একই পরিবারের তিন জনকে এসিড নিক্ষেপ করে ঝলসে দিয়েছে দূর্বৃত্তরা। রোববার রাতে সাতক্ষীরার কালিগজ্ঞ উপজেলার সাইহাটি গ্রামে এ নৃশংস ঘটনাটি ঘটে। এসিডদগ্ধ স্কুল ছাত্রীর নাম মনিরা খাতুন। সে কালিগঞ্জ উপজেলার চম্পাফুল এপিসি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।

অপর দুই জন তার বাবা দানিফ মোল্লা এবং ভাই সালাম মোল্লা। এসিডদগ্ধ স্কুল ছাত্রীর অবস্থা এখন আশংকাজনক। এসিড দগ্ধ তিন জনকে প্রথমে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সোমবার দুপুরে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরন করেন।

পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তানিয়া বেগম নামের এক মহিলাকে গ্রেফতার করেছে। সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন দানিফ মোল্লা জানান, ৪/৫ দিন পূর্বে স্কুল থেকে বাড়ি ফেরার পথে তার কন্যাকে অপহরণ করে সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুর গ্রামের আবেদ আলী গাজীর ছেলে হারুণ অর রশিদ। ৪ দিন পর স্থানীয়ভাবে মীমাংসা করে দানিফ তার মেয়েকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান।

অপহরণকারী হারুণ অর রশিদের স্ত্রী তানিয়া বেগম তার স্বামীর সাথে মনিরার অবৈধ সম্পর্ক রয়েছে এমন সন্দেহে ঐ স্কুল ছাত্রীর উপর রোবরার রাত ৯টার দিকে ঘরের বারান্দায় লুডু খেলার সময় এসিড নিক্ষেপ করে। এ সময় মনিরার বাবা ও ভাই বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের উপরও এসিড নিক্ষেপ করা হয়।

এ ঘটনায় কালিগজ্ঞ থানায় একটি মামলা হয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/নাজমুল হক/সাতক্ষীরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here