সাতক্ষীরায় এক আওয়ামী লীগ নেতা জামায়াত ইসলামীতে যোগদান করেছে। শুক্রুবার সন্ধায় শহরের মুন্সিপাড়াস্থ জেলা জামায়াত অফিসে এক অনাড়ম্বার অনুষ্ঠানে সংগঠনের সদস্য ফরম পূরনের মধ্যদিয়ে  বিশিষ্ট সমাজসেবক, সাবেক ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রাথী নিজাম উদ্দীন  আনুষ্ঠানিক ভাবে জামায়াত ইসলামিতে যোগদান করেন।

এ সময় জামায়াতের জেলা আমীর সাবেক এমপি  অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক,সেক্রেটারি নুরুল হুদা, নায়েবে আমীর  অধ্যাপক আবু সালে মোঃ রফিকুল ইসলাম,সহকারি সেক্রেটারি এড. আজিজুল ইসলাম, শহর সেক্রেটার অধ্যাপক ওবায়দুল্লাহ শহর শিবিরের সভাপতি খুরশিদ আলম,সহ সংহঠনের বিভিন্ন পর্যায়ের  দায়িত্বশিলরা উপস্থিত ছিলেন। এ সময় জেলা জামায়াতের আমীর    অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক তার যোগদানকে স্বাহত জানিয়ে বলেন,জামায়াতে ইসলামি একটি  আদর্শবাদী ইসলামি দল। যে দল এ দেশে একটি ইনসাফ পূর্ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচেছ।

তাই দেশ গড়তে হলে জামায়াত ইসলামির বিকল্প নাই। নিজাম উদ্দীন ওয়ার্ড অওয়ামী নেতা ছিলেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/নাজমুল হক/সাতক্ষীরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here