সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশ পরিত্যক্ত অবস্থায় ৯ শ’ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে। কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয়ের পাশ থেকে বিপুল পরিমাণ এই ফেনসিডিল উদ্ধার করে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দীন জানান, এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানা পুলিশ পল্লী বিদ্যুতের কালিগঞ্জ জোনাল অফিস সংলগ্ন সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের পাশ থেকে ফেনসিডিল ভর্তি ৩ টি বস্তা উদ্ধার করে। এ ব্যাপারে এসআই আজগর আলী বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/নাজমুল হক/সাতক্ষীরা