ডেস্ক রিপোর্ট::  বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় নাম সাকিব আল হাসান। গত সতের বছর ধরে টাইগার ক্রিকেটকে টানা সার্ভিস দিয়েছেন এই অলরাউন্ডার। নামের পাশে বড় কোন ট্রফি না জিতলেও লম্বা সময় ধরে বিশ্বক্রিকেটের শীর্ষ অলরাউন্ডারের পদে আছেন সাকিব। ব্যাটিং হোক বা বোলিং। দুই জায়গাতেই নিজেকে বারবার প্রমাণ করেছেন এই টাইগার ক্রিকেটার।

স্পিন নির্ভর বাংলাদেশ দলের বড় ভরসা ছিলেন সাকিব। পেস বোলিংয়ে বাংলাদেশ শক্তিশালী হয়ে ওঠার দিনগুলোতেও তার কদর কমেনি একবিন্দু। বিশ্বের যেকোন উইকেটেই নিজের স্পিন বোলিং দিয়ে উইকেট শিকারে পটু তিনি। বাংলাদেশ দলের বর্তমান টালমাটাল সময়েও তাই স্পিন নিয়ে আছে নির্ভরতা। অন্তত এমনটাই মনে করেন জাতীয় দলের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এক ভিডিওতে গতকাল রোববার কথা বলেছেন মাশরাফি। সেখানেই স্পিন বোলিং নিয়ে সাকিবের প্রতি আস্থার কথা ব্যক্ত করেন ম্যাশ।

বাংলাদেশ সাবেক অধিনায়ক বলেছেন, ‘এই দলটাকে যদি আমি বিশ্লেষণ করতে চাই তাহলে আমার কাছে মনে হয় ছয়টি ভাগে ভাগ করা প্রয়োজন। সেটা হচ্ছে—টপ-অর্ডার, মিডল-অর্ডার, লেট মিডল-অর্ডার, স্পিন ডিপার্টমেন্ট, পেস ডিপার্টমেন্ট এবং ফিল্ডিং।’

বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্ট নিয়ে মাশরাফি বলেছেন, ‘এখন স্পিন বোলিং নিয়ে বলব। স্পিন বোলিংয়ে অবশ্যই সাকিব আল হাসান, মনে হয় না তাকে নিয়ে কথা বলার কিছু আছে। ক্যারিয়ারের শুরু থেকে সে স্পিন বোলিং ডিপার্টমেন্টের ভার বহন করে আসছে। সাকিবকে নিয়ে কোনো প্রশ্নই নাই।’

তবে নাসুম আহমেদের সামনে কিছুটা চ্যালেঞ্জ দেখছেন টাইগার অধিনায়ক। সাবেক অধিনায়কের ভাষ্য, নাসুমকে কিছুটা চ্যালেঞ্জ নিতে হতে পারে। উইকেট যে রকম দেখছি আমি, যে ফ্ল্যাট উইকেট দেখছি আমি, যে সার্কেল সিস্টেমটা আছে, ১০ থেকে ৪০ পর্যন্ত যে পাওয়ার প্লে আছে, যেখানে পাঁচজন ফিল্ডার ভেতরে থাকবে, চারজন ফিল্ডার বাইরে থাকবে। এই নিয়মে, বেশ কিছুদিন ধরে তারা অভ্যস্ত, সে ক্ষেত্রে ভারতের যে ফ্ল্যাট উইকেট হয় সেখানে কিছুটা চ্যালেঞ্জ নাসুমকে নিতে হবে।’

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here