বিপিএলে এলিমিনেটর ম্যাচে আম্পায়ার খালিদ মাহমুদের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে মাঠেই সঙ্গে উদ্ধত আচরণ করায় সাকিব আল হাসানকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। সেই সাথে ২ ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে সাকিবের নামের পাশে।
খুলনা টাইটান্সের ইনিংসের পঞ্চম বলে আবু জায়েদ রাহী ফ্লেচারের এলবিডব্লিউর আবেদন করেন। কিন্তু আম্পায়ার খালিদ মাহমুদ রাহীর আবেদনে সাড়া দেননি। প্রথমে রাহী ক্ষুব্ধ হয়ে আম্পায়ারকে গালি দেন।
কভার থেকে দৌড়ে এসে সাকিব এসে যোগ দেন। ২ জন মিলে আম্পায়ারকে তুলোধুনো করেন। রাহীকে ওভারের শেষ বল করার জন্য আন্দ্রে রাসেল টেনে নিয়ে গেলেও সাকিব আম্পায়ারের সঙ্গে ঝাঁঝালো তর্ক চালিয়ে যান। আক্রমণাত্মক হয়ে হাত দিয়ে আম্পায়ারকে মাথা খাটানোর ইঙ্গিতও দেন ঢাকার দলপতি সাকিব! আচরণবিধির লেভেল- ১ ভঙ্গ করায় সাকিবকে শাস্তি প্রদান করা হয়।
ওই ঘটনার রেশ পরের ওভার পর্যন্ত গড়িয়ে নেন সাকিব। মাঝখানে আম্পায়ারকে আঙুল তুলে কথা শুনিয়ে দেন সাকিব। খালিদ মাহমুদ আঙুল তুলে সাকিবকে সতর্ক করলেও তিনি থামেননি। তবে রাহিকেও কোনো ধরনের শাস্তি পেতে হয়নি। মাঠে আম্পায়ারকে স্যরি বলায় এ যাত্রায় বেঁচে যান তিনি।