মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে দ্বিতীয় দিনের মত সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার সাক্ষ্য দিচ্ছেন দ্বিতীয় সাক্ষী রুহুল আমিন নবীন (৬১)। গতকাল বিকেলে ট্রাইব্যুনাল অল্প সময় তার সাক্ষ্য নেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় সাঈদীকে কেন্দ্রীয় কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়ে।
সকাল সাড়ে ১০টায় ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিমের নেতৃত্ব তিন সদস্যের বেঞ্চে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
ট্রাইবুনালের নির্দেশনা অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিদের বিরুদ্ধের সাক্ষীরা শুধু তার নিজের নাম, বয়স ও পেশা বলবে। ব্যক্তিগত ঠিকানা বা পরিচয় গোপন রাখবে। আর গোপন রাখা বিষয়গুলো নিয়ে কোনো পক্ষের আইনজীবী সাক্ষীকে জেরা করতে পারবেন না।
এরআগে বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রথম সাক্ষী পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুব আলম হাওলাদার সাক্ষ্য দেন। সাঈদীর আইনজীবীরা তাকে জেরা করবেন আগামী রোববার।
ট্রাইব্যুনাল গঠনের দেড় বছর পর দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে প্রথম সাক্ষ্যগ্রহণ শুরু হয় গত ৭ ডিসেম্বর।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা