একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামাযাতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে ৪৮ জন সাক্ষী সাক্ষ্য দেবেন। বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ সাক্ষীদের তালিকা উপস্থাপন করেছেন সাঈদীর আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম।
এদিকে, পঞ্চম দিনের মতো মামলার সাক্ষীকে আসামিপক্ষের জেরা চলছে। বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিটে প্রথম সাক্ষী মাহবুবুল আলম হাওলাদারকে জেরা করছেন চট্টগ্রাম থেকে আসা সাঈদীর আইনজীবী অ্যাডভোকেট মনজুরুল আহসান আনসারী।
এর আগে সাড়ে ১০টায় বিচারপতি নিজামুল হক নাসিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বিচার কার্যক্রম শুরু করেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা