ডেস্ক রিপোর্ট:: সাকিব-মুশফিকদের বিশ্বকাপ নিয়ে আলোচনা তুঙ্গে। এমন মুহূর্তে এশিয়ান গেমসের ক্রিকেটে প্রতিনিধিত্ব করছে আরেক বাংলাদেশ। শীর্ষ চার র্যাংকিংয়ে থাকায় সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলছে সাইফ হাসানরা।
বুধবার সেমিফাইনালের লক্ষ্যে নন টেস্ট প্লেয়িং টিম মালয়েশিয়ার বিপক্ষে শুরুটা ভালো হলো না। শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১১৬ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।
আজ জিজিয়াং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। প্রথম তিন ওভারে মাত্র ৩ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলে লাল-সবুজের জার্সিধারীরা। পরে অধিনায়ক সাইফ হাসানের ব্যাটে অল্প রানে গুটিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পায় বাংলাদেশ। ব্যক্তিগত ৫০ রানে অপরাজিত থাকেন সাইফ। এ ছাড়া আফিফের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ১৪ বলে ২৩ রান।
এর আগে ইনিংসের দ্বিতীয় বলেই ধাক্কা খায় বাংলাদেশ। দুর্ভাগ্যজনক রানআউটের শিকার হন ওপেনার মাহমুদুল হাসান জয়। স্কোরবোর্ডে কোনো রান যোগ করার আগেই উইকেট হারায় বাংলাদেশ।
দ্বিতীয় ওভারে বিজয় উন্নির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন পারভেজ হোসেন ইমন। ৮ বল খেলে কোনো রান করতে পারেননি এই ওপেনার।
ইনিংসের তৃতীয় ওভারে জাকিরের উইকেট তুলে নিলেন পবনদীপ সিং। শর্ট থার্ডম্যানে সহজ ক্যাচ হাতছাড়া করলেন না আনোয়ার হোসেন। ৩ ওভার শেষে ৩ রান তুলতেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। স্বপ্নের শুরু মালয়েশিয়ার!
অবশ্য পরে অধিনায়ক সাইফ হাসান আর আফিফের ব্যাটে শুরুর বিপর্যয় সামাল দেয় টিম টাইগার্স। ১৪ বলে ২৩ রান করে আফিফ সাজঘরে ফিরলেও সাইফ শেষ পর্যন্ত ৫০ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।
উল্লেখ্য, হাংজু এশিয়ান গেমসে বাংলাদেশ একটি পদক জিতেছে। একমাত্র পদকটি এসেছে ক্রিকেট থেকে। নিগার সুলতানা জ্যোতিরা ব্রোঞ্জ জিতে দেশে ফিরেছেন। এবার পদক জয়ের লক্ষ্য সাইফ হাসানদের। এশিয়ান গেমসের ইতিহাসে বাংলাদেশের একটিই স্বর্ণ সেটা পুরুষ ক্রিকেটেই ২০১০ গুয়াংজু এশিয়ান গেমসে।
বিশ্বকাপ থাকায় জাতীয় দলের খেলোয়াড়রা এশিয়াড স্কোয়াডে নেই। জাতীয় দলের বাইরের খেলোয়াড়দের দিয়েই দল সাজিয়েছে বিসিবি।