আ হ ম ফয়সল, ঢাকা

সাংবাদিক ফরহাদ খাঁ ও তার স্ত্রী ডরপ প্রতিষ্ঠাতা নির্বাহী পরিষদ সদস্য রহিমা খানমের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বেসরকারী সংস’া ডরপ আজ শনিবার (২৮ জানুয়ারী) শেওড়াপাড়াস’ কেন্দ্রিয় কার্যালয়ে এক শোক সভার আয়োজন করে।

ডরপ এর প্রতিষ্ঠাতা ও সেক্রেটারী জেনারেল এএইএম নোমানের  সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন কেন্দ্রিয় সমন্বয়কারী বাবুল অধিকারী, ম্যানেজার প্রশাসন মোঃ নজরুল ইসলাম, ম্যানেজার  মানবসম্পদ ও প্রশিক্ষণ হায়দার আলী খান, প্রকল্প সমন্বয়কারী ইকবাল হোসেন, তরুণ কান্তি দাস (রামগতি, লক্ষ্মীপুর), কামাল উদ্দিন (তজমুদ্দিন, ভোলা), আরিফুল ইসলাম (রায়পুর, লক্ষ্মীপুর), জন্টু চন্দ্র পাল (বেগমগঞ্জ, নোয়াখালী) প্রমূখ।

আলোচনা সভার পূর্বে মরহুমদ্বয়ের আত্মার শান্তির জন্য দোয়া করা হয়। আলোচনা সভায় বক্তারা সাংবাদিক ফরহাদ খাঁ ও তার স্ত্রী রহিমা খানমের হত্যাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

বক্তারা এ হত্যাকান্ডের বিচার দ্রুত শেষ করতে প্রয়োজনে মামলা দ্রুত বিচার ট্রাইবুনালে স’ানান্তরের দাবী জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here