আ’লীগ-বিএনপি’র সংঘর্ষের সংবাদ প্রচারের জের ধরে চ্যানেল আই এর জয়পুরহাট জেলা প্রতিনিধি ও জয়পুরহাট জেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শফিউল বারী রাসেল এর ওপর হামলার ঘটনায় শনিবার জয়পুরহাটের কালাই পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল ও তার সহযোগীদের বিরুদ্ধে কালাই থানায় আহত ওই সাংবাদিক বাদি হয়ে মামলা দায়ের করার পর থেকে বেলাল ও তার সহযোগীদের হন্য হয়ে খুঁজছে কালাই থানা পুলিশ।

এদিকে সাংবাদিক পেটানো কালাই পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে জয়পুরহাট জেলা প্রেসক্লাব রবিবার জয়পুরহাট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।

জয়পুরহাট পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন,‘সাংবাদিক শফিউল বারী রাসেল বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করার পর থেকে কালাই থানা পুলিশ আসামীদের গ্রেফতারের জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যে কোন সময় তারা পুলিশের হাতে ধরা পড়বে।

উল্লেখ্যঃ আওয়ামী লীগ সমর্থিত কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন এবং উপজেলা বিএনপি’র একাংশের সভাপতি ইব্রাহিম হোসেনের বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কালাই পৌর মেয়র তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল তার নেতা-কর্মীদের নিয়ে বিএনপি নেতা ইব্রাহিম হোসেনের পক্ষ নেন। বিএনপি’র সাথে মেয়রের সখ্যতা নিয়ে সংবাদ প্রচার করায় ক্ষুব্ধ হয়ে কালাই পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল এবং তার সহযোগীরা সাংবাদিক শফিউল বারী রাসেল এর ওপর শুক্রবার কালাই বাসষ্ট্যান্ড এলাকায় হামলা চালায়।

এস এম শফিকুল ইসলাম, জয়পুরহাট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here